জনপ্রশাসন সংস্কারবিষয়ক প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারবিষয়ক কমিটির সদস্য সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে এ প্রস্তাবনা জমা দেয় বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ ও সাবেক সংস্থাপন মন্ত্রণালয় সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা জমা দেন।
বিএনপির জনপ্রশাসন সংস্কার কমিটি প্রধান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এর আগে ৫ ডিসেম্বর পুলিশ সংস্কার ও ২৬ নভেম্বর সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।