প্রশাসনিক সংস্কারে নিন্মের বিষগুলো অন্তর্ভূক্ত করা প্রয়োজনীয়তা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানকে ট্যাগ করে তিনি লিখেনঃ
১) কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীর সমাধিস্থলে কিংবা স্মৃতিসৌধে সরকারি কর্মচারী ফুল বা পুস্পমাল্য অর্পন করতে সেখানে যেতে পারবে না।
২) স্বরণসভা, শোকসভা, জন্মদিন, মৃত্যুদিন পালন সভা কিংবা অনুষ্ঠানে সরকারি কর্মচারী মঞ্চে বা দর্শকসারিতে উপস্থিত থাকতে পারবে না।
৩) ভিআইপি, ভিভিআইপি ডিউটি পালন শেষে অর্থাৎ ভিআইপি, ভিভিআইপি মঞ্চে আসন গ্রহণ করা মাত্র সরকারি কর্মচারী দূরে সরে যাবে। সরকারি কর্মচারী মঞ্চে বা দর্শকসারিতে আসন গ্রহণ করতে পারবে না।
সরকারি দলের রাজনৈতিক কর্মসূচিতেও সরকারি কর্মচারী একই ভূমিকা পালন করবেন।
** চেতনা, ভালবাসা, স্রদ্ধা থাকুক অন্তরে। তা প্রকাশ হোক কাজে কর্মে। ফুল দিয়ে ফিরে এসে দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, বেগমপাড়া, সুইসব্যাঙ্ক প্র্যাকটিস বন্ধ হোক চিরতরে।
( অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের ফেসবুক স্ট্যাটাস)