etcnews
ঢাকাMonday , 20 January 2025
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

etcnews
January 20, 2025 5:19 pm
Link Copied!

একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ একটি নিমকহারামের দল। বিগতদিনে যারাই এদের পুনর্বাসনের চেষ্টা করেছে তারাই নিঃশেষ হয়ে গেছে। বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ডান-বাম সব দলের সাথে আওয়ামী লীগকেও প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করার অনুমোদন পায় জিয়াউর রহমানের সময়। ১৯৭৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করে তারা একটা সম্মানজনক আসন লাভ করে। কিন্তু দূর্ভাগ্য এই আওয়ামী লীগই শহীদ জিয়াউর রহমানকে হত্যার চক্রান্তে লিপ্ত হয় এবং জিয়াউর রহমানকে হত্যা করে। এরপরে একসময় জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। সেই জাতীয় পার্টি আজ নিঃশেষ হওয়ার পথে। জামায়াতে ইসলামী ১৯৮৮ সাল ও ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। এর ফলাফল জামায়াতের জন্য ভাল হয়নি। তাদের দলের ১২ জন শীর্ষনেতাকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে আওয়ামী লীগ জামায়াতকে তার প্রতিদান দেয়। এখন একটি নতুন দল গঠিত হতে যাচ্ছে। পত্রিকায় সংবাদ দেখে আমি আনন্দিত। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি নতুন দলকে স্বাগত জানাই। কিন্তু এই দল যেন কোন চক্রান্তে লিপ্ত না হয়। আমরা পুনরায় বলছি যে বা যারা আজ প্রকাশ্যে বিরোধীতা করলেও আওয়ামী লীগের লোকজনকে অন্তরালে নিজেদের দলে ভিড়িয়ে নিজেদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন, এই চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না। এই আওয়ামী লীগই একসময় আপনাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।২০ জানুয়ারি ২০২৫ইং সোমবার বিকাল ৪.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে “শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ” কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন। বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম এর সভাপতিত্বে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এর পরিচালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি কালাম ফয়েজী, ফাউন্ডেশনের সহ সভাপতি মো. মোস্তফা, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, ফাউন্ডেশনের সহ সভাপতি রমিজ উদ্দিন রুমী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সৈয়দ মো. বেলাল হোসাইন, ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা নীলা শেখ, ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. শিরীন আখতার, সদস্য এস.এম কমর উদ্দিন, ওসমান কোরাইশী, মো. কবির হোসেন প্রমুখ।কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক কলামিস্ট কালাম ফয়েজী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন শীতার্তদের মাঝে যে কম্বল বিতরণের আয়োজন করেছে এজন্য তিনি সংগঠনের কর্তাব্যক্তিদের ধন্যবাদ দেন। তিনি বলেন, জিয়াউর রহমানের মাজারে একসময় আমরা যেতে পারতাম না। বিশেষ দিবসেও আমরা ফুল দিতে গিয়ে ফেরত এসেছি। অথচ আজ দেশের যেকোন প্রান্ত থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লোকজন তার মাজারে এসে ফুল দিতে পারে এবং ফাতেহা পাঠ করতে পারে। আজকে জিয়াউর রহমানের এই মাজার জাতীয়তাবাদীদের তীর্থস্থানে পরিণত হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।