নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি সোহাগ বেপারীকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ। রোববার রাতে পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২১ সালে শরীয়তপুর কেন্দ্রয় শহিদ মিনারে গণ অধিকার পরিষদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গণ অধিকার পরিষদের জেলা সদস্য সচিব শাহজালাল সাজু বাদী হয়ে পালং থানায় ৫ জানুয়ারি একটি মারামারির মামলা করেন। যার মামলা নং ০৮।
সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে সোহাগকে গ্রেফতার করা হয়।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।