etcnews
ঢাকাSaturday , 11 January 2025
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ এ্যামেচার গলফের শিরোপা জয় করল নেপালের সদভাব আচারিয়া

etcnews
January 11, 2025 2:55 pm
Link Copied!

নেপালের এ্যমেচার গলফার সদভাব আচারিয়া (Sadbhav Acharya) ৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৫ পুরুষ একক এর শিরোপা জয় করেছেন। আজ শেষ রাউন্ডে পারের চেয়ে ৩১ স্ট্রোক বেশী খেলে তিনি শিরোপা বিজয় নিশ্চিত করেছেন। তার চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৬৯ + ৬৯ + ৮০ + ৭ = ২৯১ যা সর্বেমোট পারের চেয়ে ০৩ স্ট্রোক বেশী। বাংলাদেশের শফিকুল ইসলাম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর চার রাউণ্ডের ফলাফল যথাক্রমে ৭৪ ৭৬ + ৭৪ ৭৩ = ২৯৭ যা পারের চেয়ে ০৯ স্ট্রোক বেশী। বাংলাদেশের গলফার সৈনিক সাহাব উদ্দিন পারের চেয়ে ০৯ স্ট্রোক বেশী খেলে ৩য় স্থান অধিকার করেছেন।

মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক সোনিয়া আক্তার এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা ‘এ’ দল শিরোপা অর্জন করেছে। পারের চেয়ে ২১ স্ট্রোক বেশী খেলে (১৫৬ + ১৫৩) ৩০৯ গ্রস স্কোর নিয়ে তাঁরা এই শিরোপা নিশ্চিত করেন। দক্ষিন কোরিয়ার হাইউং উম (Hyejung Um) এবং জিন সুক উন (Jin Sook Yoon) এর সমন্বয়ে গঠিত মহিলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁদের দুই রাউন্ডের সর্বমোট গ্রস স্কোর (১৯৮ + ১৭৯) ৩৭৭ যা পারের চেয়ে ৮৯ স্ট্রোক বেশী।


মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার পারের চেয়ে ০৯ স্ট্রোক বেশী খেলে (৭৬+৭৭) ১৫৩ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। বাংলাদেশী মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ১২ স্ট্রোক বেশী খেলে (৭৫+ ৮১) ১৫৬ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে সন্ধ্যায় জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেঃ জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসসি, ওয়েস্টার্ন গ্রুপ এর বাসস্থাপনা পরিচালক জনাব বশীর আহমেদ, ওয়েস্টার্ন গ্রুপ ৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ)।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।