etcnews
ঢাকাTuesday , 10 December 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

etcnews
December 10, 2024 1:54 pm
Link Copied!

২০২৫ সালের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মানবাধিকার পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  

বাংলাদেশ ২০২৫ সালের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশকে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে সংস্থাটি।  

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ আগামী বছর জেনেভায় নিযুক্ত তার স্থায়ী প্রতিনিধি দ্বারা দায়িত্ব পালন করবে। এই পরিষদের ব্যুরোটি জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিটি থেকে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস-প্রেসিডেন্ট নিয়ে গঠিত।  

এই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে, যখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থিতা জমা দেয়। এরপর, এই অঞ্চলের সদস্যরা বাংলাদেশের প্রার্থীকে সমর্থন করে এবং পরে ওই প্রার্থীকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।  

বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশের নেতৃত্ব এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাবের পরিচায়ক হিসেবে গণ্য হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।