আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য দেশের সব মিল-কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত সভায় এ আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সভায় বক্তব্য রাখেন।
সভাশেষে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনী সাংবাদিকদের বলেন, সামনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এরপরই আসছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। এখন মানুষ ঈদের কেনাকাটাও করছে। এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সচিব বলেন, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে কোথাও যেনো চাঁদাবাজির সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও বলা হয়েছে। এছাড়াও মহান স্বাধীনতা দিবস ও ঈদের ছুটিতে সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বলা হয়েছে।
সচিব বলেন, পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের ছুটির বিষয়টি দেখবেন। পর্যায়ক্রমে যাতে তারা সবাই ছুটি ভোগ করেন, এ ব্যবস্থা নিতে মালিকদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সচিব বলেন, পুলিশ এখন মাঠে বেশ সক্রিয় ভূমিকা রাখছে, এটা আপনারা দেখছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় কাঙ্ক্ষিত পর্যায়ের উন্নতি হয়েছে। আমরা চাই, দেশের সব মানুষ নিরাপদ থাকুক।