etcnews
ঢাকাSunday , 16 March 2025
  1. ইসলাম
  2. ক্যাম্পাস
  3. জাতীয়
  4. প্রযুক্তি
  5. বানিজ্য
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্লবে শহীদ-আহত পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

etcnews
March 16, 2025 10:54 am
Link Copied!

জুলাই আন্দোলনে নিহত ও আহত সাড়ে আটশ’ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আগামী ১৮ মার্চ থেকে ফাউন্ডেশনের উদ্যোগে ওইসব পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা.ফরহাদ হালিম ডোনার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, শহীদ ও আহত সাড়ে আটশত পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিতে এই কার্যক্রম শুরু হবে।

ফাউন্ডেশন এর সদস্যরা নিয়মিত শহীদ ও আহত পরিবারের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, ‘যদিও আগামী ঈদ মুসলিমদের সবচেয়ে বড় উৎসব, তবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করা। আমরা জানি, তাদের জন্য এই ঈদ আনন্দের চেয়ে বেদনার সময় হয়ে থাকবে। কিন্তু আমরা চাই, তাদের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও আনন্দ ফিরিয়ে আনতে।’

এছাড়া, তিনি ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,‘আমাদের ফাউন্ডেশন সরকারের সহায়তায় নয়, সদস্যদের অনুদান এবং চাঁদার মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করে থাকে। সম্প্রতি ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যার সময়ও ফাউন্ডেশন স্থানীয়দের ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে। আমরা ভবিষ্যতেও যেকোনো বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞা।’

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালক ও ঈদ সামগ্রী বিতরণ উদ্যোগের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, পরিচালক প্রফেসর মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ডা. শাহ মো. আমান উল্লাহ, ডা. আবুল হাসনাত মো. শামীম, ডা. শেখ মনিরুদ্দিন জুয়েল, আমিরুল ইসলাম কাগজী ও সাঈদ খানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।