নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ এর খসড়া অনুমোদনের জন্য আগামীকাল সোমবার উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা হবে। এই অধ্যাদেশ অনুমোদন পেলে ধর্ষণ মামলার বিচারের সময় কমিয়ে অর্ধেক করা যাবে।
আজ রোববার সংশ্লিষ্ট সূত্রগুলো টিবিএসকে জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামীকাল এই সভা অনুষ্ঠিত হবে।
মাগুড়ায় ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। দাবি ওঠে ধর্ষকদের দ্রুত বিচারের। এই প্রেক্ষাপটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ধর্ষণে অভিযুক্তের দ্রুত বিচারের জন্য একটি সংশোধনীর খসড়া তৈরি করে।
উপদেষ্টা পরিষদের সভায় আগামীকাল এই খসড়াটি নীতিগত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।