etcnews
ঢাকাSunday , 16 March 2025
  1. ইসলাম
  2. ক্যাম্পাস
  3. জাতীয়
  4. প্রযুক্তি
  5. বানিজ্য
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

etcnews
March 16, 2025 2:55 pm
Link Copied!

ঢাকা, ১৬ মার্চ ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর হাতিরঝিল থানা ইউনিট কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির থানা পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাহফিলে বক্তব্য রাখেন হাতিরঝিল থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সরকার বিরোধী আন্দোলনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ আরও বলেন, ‘এই পবিত্র রমজান মাসে, সকল বিভেদ ভুলে আমরা একযোগে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিএনপি বরাবরই জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে।’

ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলে একসাথে বসে ইফতার করেন এবং পরবর্তী সময়ে আমন্ত্রণমূলক আলোচনা সঞ্চালিত হয়।

এছাড়া, মাহফিলে স্থানীয় জনগণের মধ্যে সামাজিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়, যেন সবার মাঝে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধি পায়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।