প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণে সহায়তা চেয়েছি। আমরা ইসির ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারি। রোববার সকালে নির্বাচন ভবনে ইইউ প্রতিনিধিদের সঙ্গে সভার পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
সিইসি বলেন, উনারা মূলত জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কি আছে। আমরা যা যা করছি তাদেরকে জানিয়েছি। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সকল কিছু জানিয়েছি।
ইইউ জানতে চেয়েছে ভোটের বাজেট কত, টাকা-পয়সা ঠিকমত আছে কিনা, অসুবিধা কোনো রকম আছে কি না। আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নাই। সরকারের কাছে বাজেট চেয়েছি। তবে উনারা আমাদের সাহায্য করতে চান ৷ আমাদের কীরপ্রয়োজন সেটা জানতে চেয়েছে। আমরা বলেছি ইউএনডিপি ইতিমধ্যে একটা নিড এসেসমেন্ট করেছেন। একটা টিম পাঠিয়েছিল তারা। তারা সব সহায়তা দিতে প্রস্তুত আছে ৷ বাংলাদেশের উন্নয়নে তারা সহায়তা করতে চায় ৷ তারা আগামী মাসে একটা কর্মশালা করবেন। সেখানে সিভিল সোসাইটি থাকবে। তারা পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন উনারা দেখতে চান। আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের দ্বিমত নাই ৷ তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযেগ্য নির্বাচন চান, যেটা আমাদেরও ওয়াদা। এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা কাজ করবো, এটাতো আমরা ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি।