etcnews
ঢাকাFriday , 29 November 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বেড়েছে সবজি ও মুরগির দাম

etcnews
November 29, 2024 11:40 am
Link Copied!

রাজধানীর বাজারগুলোতে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে সবজির দাম। একই সঙ্গে বেড়েছে মুরগির দামও। এছাড়া আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও মাছ। 

শুক্রবার ছুটির দিনে শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

সরেজমিন দেখা গেছে, বাজারে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি এলেও দাম তুলনামূলক বেশি। ছোট আকারের একেকটি কপি ৩০-৩৫ টাকা, ছোট আকারের লাউ ৪০-৫০ টাকা, মাঝারি আকারের লাউয়ের দাম ৫০-৬০ টাকা।

কেজিতে ১০ টাকা বেড়ে কাঁচা মরিচ ৯০ টাকা, শিম ৭০ টাকা, বেগুন মান ভেদে ৫০-৬০ টাকা, বরবটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ৩০ টকা, টমেটো ১২০ টাকা, করলা ৬০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, পটল ৪০ টাকা, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা, ঝিঙা, কচুর মুখি, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।

লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ৪০ টাকা, কলার হালি ৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা, লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, পালং শাক ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

ডজন প্রতি সাদা ফার্মের ডিম ১৪০ টাকা, লাল ফার্মের ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম ডজনপ্রতি ২২০ টাকা, দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা থেকে ৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজ ১২০ টাকা, আলু ৮০ টাকা, মানভেদে নতুন আলু ১০০-১১০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে পাঁচ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা, আটাশ চাল ৬১ টাকা, কাটারি নাজির ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল আমন চাল ৯০ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলাও চাল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।