etcnews
ঢাকাWednesday , 20 November 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে মির্জা ফখরুলের নতুন বক্তব্য

etcnews
November 20, 2024 11:09 am
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না। কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না।

বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে তার দায়ে শেখ হাসিনাসহ সবাইকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। একইসঙ্গে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আশা করেন, জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তবর্তী সরকার।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠায়। ছোট স্যাতস্যাতে কক্ষে তাকে থাকতে হতো। জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন তিনি।

ফখরুল বলেন, ছয়টি বছর জেলে কাটালেও কখনো মাথা নত করেননি খালেদা জিয়া। তিনি খুব অসুস্থ। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বিদেশে যাবেন বলেও জানান তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।