etcnews
ঢাকাThursday , 14 November 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আসিফ নজরুলকে হেনস্তা, কড়া পদক্ষেপ সরকারের

etcnews
November 14, 2024 4:11 am
Link Copied!

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির মিটিংয়ে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় গিয়ে বিমানবন্দরে হেনস্তার শিকার হন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ ঘটনায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে এবং তাকে দ্রুত ঢাকায় ফিরতে বলা হয়েছে।

বুধবার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, জেনেভা মিশনের লোকাল স্টাফ হিসেবে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া হেনস্তার ঘটনার সঙ্গে জড়িত তিন মাস্টারমাইন্ডসহ প্রায় সবাইকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্রটি আরো জানায়, সরকার এ ঘটনার জন্য একটি পূর্বপরিকল্পনা মনে করছে। আসিফ নজরুলের সঙ্গে প্রটোকল থাকার পরেও কেন এমন ঘটনা ঘটল এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে, তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের দূতাবাস ও স্থায়ী মিশন কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে জেনেভার ঘটনার পর বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেসব পরিপত্রে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে: ১. সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরের সময় যথাযথ প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২. যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূতসহ সকলকে সর্বতোভাবে সতর্ক থাকতে হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।