etcnews
ঢাকাTuesday , 12 November 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

তিন দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

etcnews
November 12, 2024 10:05 am
Link Copied!

কপ-২৯ সম্মেলনে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৯) বাংলাদেশের নেতৃত্ব দিতে গিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং প্রধানমন্ত্রী আলি আসাদভের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এছাড়া কপ-২৯ সম্মেলনে লিকটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল সোমবার সকাল ১১টায় আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।

কপ-২৯ সম্মেলনে অধ্যাপক ইউনূস বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অগ্রণী ভূমিকা তুলে ধরবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।