কপ-২৯ সম্মেলনে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৯) বাংলাদেশের নেতৃত্ব দিতে গিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং প্রধানমন্ত্রী আলি আসাদভের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এছাড়া কপ-২৯ সম্মেলনে লিকটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গতকাল সোমবার সকাল ১১টায় আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।
কপ-২৯ সম্মেলনে অধ্যাপক ইউনূস বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অগ্রণী ভূমিকা তুলে ধরবেন।