বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নাৎসি বাহিনীর থেকেও বেশি নৃশংস। বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যতদিন পর্যন্ত না বিচার নিশ্চিত হয়, ততদিন পর্যন্ত তাদের প্রকাশ্যে আসার কোনো অধিকার নেই।
রোববার রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিচার লগি বৈঠা থেকে শুরু হতে হবে। আওয়ামী লীগের নৃশংসতা আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডে, শাপলা চত্বরে। আলেম সমাজের ওপর আওয়ামী লীগের নৃশংসতা দেখেছি। বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে গত ১৬ বছর গুম, হত্যা নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে।
আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। সুতরাং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের দোসরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
২ হাজার শহিদের রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে তাদেরকেও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ।
শগিদ নূর হোসেন দিবস উপলক্ষে এদিন রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের বিচারের দাবিতে দুপুর ১২টায় গণজমায়েত করে তারা।