etcnews
ঢাকাSunday , 10 November 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের, নতুনরা কে কী পাচ্ছেন

etcnews
November 10, 2024 12:15 pm
Link Copied!

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এ পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরো পাঁচজন উপদেষ্টা। একইসঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে রদবদল এবং আকার বাড়ছে। জানা গেছে, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে।

এরইমধ্যে উপদেষ্টা পরিষদের জন্য নতুন করে যারা ডাক পেয়েছেন, তাদের নাম জানা গেছে। তারা হলেন- চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও সাবেক আইজিপি খোদাবকশ্‌ চৌধুরী।

সন্ধ্যায় নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা হচ্ছেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক মো. সায়েদুর রহমান।

সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে দায়িত্বে কিছুটা পরিবর্তন আসছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি। এছাড়া নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলামও।

জানা গেছে, উপদেষ্টাদের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন।

সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১। নতুন পাঁচজন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২৬ এ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।