জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও হত্যাসহ অসংখ্য মামলা আছে। তাকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হবে।
শুক্রবার নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, বাংলাদেশ সবসময় ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।
তিনি আরো বলেন, আমরা চাই না দেশের একজন মানুষকেও অন্যায়ভাবে হত্যা করা হোক।
এ সময় বিগত সরকারের নির্যাতন, পরিকল্পিত বিডিআর বিদ্রোহের নির্মমতা, জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে কথা বলেন ডা. শফিকুর রহমান।
এছাড়া জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তৎকালীন বিচারকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারসহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।