‘তথ্য থেকে বাস্তবে, সব মিডওয়াইফ এক সাথে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় ঝালকাঠিতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৫ মে) সকালে ঝালকাঠি নার্সিং কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। পরে ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে ঝালকাঠি এডিসি জেনারেল মোঃ রুহুল আমিন, ঝালকাঠি নার্সিং কলেজ’র অধ্যক্ষ গীতা রানী সমদ্দারসহ নার্সিং কলেজের মিডওয়াইফারি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে (মিডওয়াইফ) ধাত্রীরা সন্তান প্রসবে মায়েদের যেভাবে যুগ-যুগ ধরে সেবা দিয়ে আসছেন সেই কাজের স্বীকৃতির জন্য ১৯৮০ এর দশক থেকে তারা দাবি করে আসছেন। মিডওয়াইফদের স্বীকৃতি ও সম্মান জানাতে একটি দিন থাকার ধারণাটি ১৯৮ দি নেদারল্যান্ডসে আন্তর্জাতিক মিডওয়াইভস কনফারডেশন সম্মেলন থেকে প্রকাশিত হয়েছিল। শেষ পর্যন্ত ১৯৯২ সালের ৫ মে তারিখটি আন্তর্জাতিক (মিডওয়াইফ) ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯২ সাল থেকে প্রতি বছর ৫ মে এ দিবসটি বিশ্বের ৫০টি দেশে পালিত হয়ে আসছে।