সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ে বুধবার (১০ জুলাই) ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, রাস্তায় বসে পড়লে জনগণের দুর্ভোগ তৈরি হবে। কোর্টের নির্দেশনা মেনে নেয়ার আহ্বান জানান তিনি।
কোর্টের মাধ্যমেই এর সমাধানের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন ফাঁস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।