অক্টোবর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। খাদ্যপণ্য, বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ার কারণে এ পরিমাণে মূল্যস্ফীতির বৃদ্ধির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এটি গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সামগ্রিক ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ, এবং আগস্টে তা ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।
বিবিএস জানায়, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।
অন্যদিকে, অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩৪ শতাংশে নেমেছে, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ প্রায় দুই বছর ধরে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। ২০২৩ সালের মার্চ মাস থেকে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে, যা বিশেষভাবে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর চাপ সৃষ্টি করছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।