ফেনীর সোনাগাজীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আসামি মোহাম্মদ দুলাল প্রকাশকে যৌথবাহিনীর অভিযানে আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
জানা গেছে, ৫ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিতে নাহিদুর রহমান (২৪) নামে এক আন্দোলনকারী আহতের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করেন তার বাবা বাহার মিয়া। গত ১৬ অক্টোবর ফেনী মডেল থানায় করা এ মামলার এজাহারে দুলাল ১৪১ নম্বর আসামি।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।