‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর একটি অভিজাত হোটেলের বল রুমে। এটি ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর তৃতীয় আসর।
২০২৩ এর মাঝামাঝি থেকে ২০২৪ এর মাঝামাঝি পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্র, নাটক, ওটিটি কনটেন্ট, গান, বিজ্ঞাপন, ফ্যাশন অ্যাকটিভিটি ও বিভিন্ন অঙ্গনের সেরা অ্যাচিভারদের হাতে উঠবে এই পুরস্কার।
বিভিন্ন ক্যাটাগরীতে শোবিজের ২২ জন শিল্পীর হাতে উঠবে এই পুরস্কার। এছাড়া নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ, মৌসুমী হামিদ, লারা লোটাস। সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবেন সুপরিচিত ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নতুনধরা গ্রপের ম্যানেজিং ডিরেক্টর এবং বাইফা অ্যাওয়ার্ডের চিফ অ্যাডভাইজার ড. মোহাম্মদ সাদী উজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানমসক আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-এর ফাউন্ডার শাহরিয়ার স্বপন।
নতুনধরা প্রেজেন্টস ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে জুরি বোর্ডের দায়িত্বে রয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত প্রোডিউসার এহসানুল হক বাবু ও বিনোদন সাংবাদিক এবং বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪-এর মিডিয়া কো-অর্ডিনেটর মাসিদ রণ।
ড্রিমস শোবিজ ও ফিউচার শাইন বিউটি একাডেমি আয়োজিত এই আসরে সেলিব্রেটি গেস্ট অব অনার হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান।