অনেক উপজেলায় প্রিন্ট হয়ে পড়ে আছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড)। এসব স্মার্টকার্ড জরুরি ভিত্তিতে বিতরণ করতে চান আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের পিডি ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।
সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় জরুরি ভিত্তিতে স্মার্টকার্ড বিতরণের বিষয়টি জানান পিডি সায়েম।
সভায় প্রকল্প পরিচালক জানান, স্মার্টকার্ড বিতরণের কাজ দ্রুততার সঙ্গে করা প্রয়োজন। বেশকিছু উপজেলার স্মার্টকার্ড মুদ্রিত অবস্থায় আছে। যা বিতরণ করা জরুরি। ইতোমধ্যেই ভোটার নিবন্ধন এবং স্মার্টকার্ড বিতরণ কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে। এগুলো যত্নসহকারে ব্যবহার ও সংরক্ষণ করা আবশ্যক।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।