মাগুরা প্রতিনিধি।। হেলথ্ গ্রীন ওয়ার্ল্ড গ্রুপের বাংলাদেশ কোম্পানী লিমিটেডের ডিস্ট্রিবিউটর এর আয়োজনে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩ মার্চ সকালে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সেমিনার সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ এশিয়া বিষয়ক ম্যানেজিং ডাইরেক্টর জেফ চেন।ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন জালাল আহমেদ এ্যাসিভার অপ এইচজিডাব্লিউ।হেলথ্ গ্রীণ ওয়ার্ল্ড গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি ফেরদৌস আহম্মদ,বাবুল আক্তার,রিয়াজ আহম্মদ,পরিমল বিশ্বাস, কামরুজ্জামান প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন কোম্পানির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা বৃন্দ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার-২শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী,সহ-সভাপতি সাংবাদিক,জি আর এম তারিক,স্বপন বিশ্বাস,তথ্য বিষয়ক সম্পাদক হোসেন আলী ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রভাষক মোঃ ফারুক আহমেদ।
প্রধান অতিথি ম্যানেজিং ডাইরেক্টর জেফ চেন তার বক্তব্য প্রদান কালে বলেন,আমার কোম্পানির মূল ঔষধ উপকারী সব ফল দিয়ে তৈরি এবং এটা স্বাস্থ্য বিষয়ক ও মানুষের সমস্ত সমস্যার রোগ প্রতিরোধ করার হারবাল পণ্য।ভবিষ্যতে সারা দেশে প্রতিটি থানায় শাখা খোলার জন্য কাজ কাজ করা হইবে।