পিরোজপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এ পিরোজপুর জেলা পর্যায়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ১ম স্থান অধিকার করে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোঃ আল মুহসি ইসলাম তালুকদার। গত ২ মে ২০২৩ রোজ মঙ্গলবার পিরোজপুর জেলার করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় জেলা ব্যাপী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ ইদ্রিস আলী আযীযী। মোঃ আল মুহসি ইসলাম তালুকদার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আমিনুল ইসলাম তালুকদার ও আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাব মোসাঃ ফারহানা জাহান এর কনিষ্ঠ পুত্র এবং বরিশাল জিলাধীন উজিরপুর উপজেলার ২নং হারতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির তালুকদার এর দৌহিত্র। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থী।