etcnews
ঢাকাThursday , 11 July 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে নিয়ে দুষ্টু মিষ্টি পরী!

etcnews
July 11, 2024 5:37 am
Link Copied!

পরীমনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটে তার সংসার। মাঝে মধ্যে সময় পেলে সন্তানদের নিয়ে শহরের কোলাহল ছেড়ে পাড়ি দেন বিভিন্ন জায়গায়। 

এদিকে পরীর হাতে মেহেদির দাগ এখনো পুরোপুরি ওঠেনি। এরই মধ্যে ছেলে রাজ্যকে নিয়ে আবার বরিশাল পাড়ি দিয়েছেন এই অভিনেত্রী। গেলো ঈদেও ছেলে পূণ্যকে নিয়ে বরিশালে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন পরীমনি।  

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন পরী। দেখা যায়, ছেলে পূণ্য ও হাতে একটি ক্যামেরা নিয়েই সবুজের রাজ্যে ডুব দিয়েছেন চিত্রনায়িকা। চারিদিকে দেখা যাচ্ছে শুধু গাছপালা ও গুল্ম। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়, সবুজের বেড়ায়; নীল আকাশের নিচে ছেলে পূণ্যকে নিয়ে পরীর আনন্দ উচ্ছ্বাস ছিলো যেন দেখার মতো। এতে নেটমাধ্যমে পরীর অনুরাগীরাও বেশ মুগ্ধ। 

ছবিতে দেখা যায়, এ সময় পরীমনির পরনে ক্রিম রঙয়ের টি শার্ট ও সবুজ ট্রাউজার। পূণ্যর গায়ে নীল শার্ট। ছেলেকে কাঁধে তুলে আঁকড়ে ধরে আছেন পরী। সবুজ প্রকৃতিকে উপভোগ করার এক মুহূর্তে মিষ্টি হাসি দেখিয়ে ক্যামেরায় পোজ দেয় পরীমনি ও পূণ্য। মা-ছেলের এমন অসাধারণ হাসি দেখে রীতিমতো হৃদয় ছুঁয়ে যায় ভক্তদের।

সম্প্রতি শোবিজের বাইরে সম্প্রতি ফের আলোচনায় এসেছেন পরীমনি। কারণ, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে বসেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। এমন খবরের পর সাকলায়েনের সঙ্গে তার সম্পর্ক স্পষ্ট না করলেও ওই পুলিশ কর্মকর্তার পাশে দাঁড়িয়েছেন নায়িকা। এর পর থেকেই পরী-সাকলায়েন ইস্যু নিয়ে সরগরম সামাজিক মাধ্যম।

সাধারণ প্রেম কাহিনীর থেকে অনেকটাই অন্যরকম মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের প্রেমের গল্প। আরবাজ খানের সঙ্গে বিবাহিত থাকাকালীনই মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। কিন্তু সেই সময় সেই সম্পর্কের কথা অস্বীকার করেন তারা। এরপর আরাবাজের সঙ্গে বিচ্ছেদের পরে সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেন মালাইকা। তবে এবার সেই সম্পর্কেও দেখা দিল ফাটল। 

বুধবার (২৬ জুন) অর্জুনের জন্মদিন, তাই অভিনেতার জুহুর বাড়িতে ছিল মধ্যরাতের পার্টি। সেই পার্টিতে অর্জুনের বোন জাহ্নবী কাপুর, শানায়া কাপুর এবং মোহিত মারওয়াহকে আসতে দেখা যায়। অর্জুনের সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দালালকেও আসতে দেখা যায় বার্থডে পার্টিতে। অন্যদিকে আদিত্য রায় কাপুর তার ঘনিষ্ঠ বন্ধুকে শুভেচ্ছা জানাতে একাই এসেছিলেন। এমনকি সঞ্জয় কাপুর এবং তার স্ত্রী মাহিপ কাপুরকেও অভিনেতার অ্যাপার্টমেন্টের বাইরে দেখা যায়। তবে দেখা মিলে না মালাইকা আরোরার। সেখান থেকেই শুরু জল্পনা।

গত মাসে, অর্জুন এবং মালাইকা ব্রেকআপের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তাদের একজন ঘনিষ্ঠ ব্যক্তি সংবাদমাধ্যমে দাবি করেন, ‘মালাইকা আর অর্জুন যৌথ সিদ্ধান্তেই একে অপরের থেকে আলাদা হয়েছেন। আর এই খারাপ সময়ে তারা চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা চায়নি কোনও তৃতীয় ব্যক্তি তাদের মধ্যে আসুক বা সম্পর্ক নিয়ে কথা বলুক।’

সেই ঘনিষ্ঠ ব্যক্তি আরও বলেন, ‘তাদের মধ্যে একটা দীর্ঘদিনের সুন্দর সম্পর্ক ছিল, যেটা দুঃখজনকভাবে এখন অন্যখাতে বইছে। তার মানে এই নয় যে তাদের মধ্যে কোনও খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। ওদের একে অপরের প্রতি খুবই সম্মান রয়েছে। এমনকী তারা একে অপরের শক্তি। বছরের পর বছর সেই সম্মানের জায়গাটা অটুট।  যদিও মালাইকা-অর্জুন নিজেদের সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস ছিল। 

যদিও মালাইকার ম্যানেজার এই গুজব অস্বীকার করে আশ্বস্ত করেন যে তারা একসঙ্গে আছেন। সবটাই গুজব। তবে জন্মদিনের মতো বিশেষ মুহূর্তে অর্জুনের পাশে মালাইকার অনুপস্থিতি সত্যিই সন্দেহ জাগাচ্ছে ফ্যানেদের মনে।

দেশ সময়/মাসুম

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।