etcnews
ঢাকাSaturday , 11 May 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মম্মদপুরে মসজিদের অর্থ আত্মসাৎ করার অভিযোগে থানায় মামলা আটক-২

etcnews
May 11, 2024 2:31 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাডীয়া ইউনিয়নে মান্দারবাড়ীয়া গ্রামে পশ্চিম পাড়ায় অবস্থিত আশরাফিয়া জামে মসজিদের নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গ্রামের মোঃ ফরিদ শরীফ বাদী হয়ে মহম্মদপুর থানা একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-৮ তারিখ ৯/৫/ ২০২৪ ইং। এ মামলায় আটক প্রকৃতরা হচ্ছে উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের শরিফ আলিমুজ্জামান ( ৪৫ ) পিতা মান্নান শরীফ, ও ইমাম শরীফ পিতা মৃত নজির আহমেদ শরীফ।গত বৃহস্পতিবার বিকালে শরিফ আলিমুজ্জামানকে মাগুরা জেলা ডিবি আটক করে এবং গত শুক্রবার সকালে ইমাম শরীফ(৬২) আটক করে মহম্মদপুর থানা পুলিশ।
মামলাসূত্রে, জানা গেছে,,উপজেলার মান্দারবাড়ীয়া আশরাফিয়া জামে মসজিদের উন্নয়নের জন্য আকিজ গ্রুপ প্রায় দেড় বছর পূর্বে ৩০ লক্ষ টাকা মঞ্জুর করে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মসজিদ নির্মাণ বাবদ টাকা অনুদান আসে ।
এই টাকার জনতা ব্যাংক মহম্মদপুর শাখা থেকে চেক এর মাধ্যমে ৭ লক্ষ ৫০ টাকা উত্তোলন করা হয়। চলতি বছরের ১৬ এপ্রিল তারিখে মসজিদের কমিটি একাউন্ট থেকে টাকা উঠাতে গেলে দেখা যায়,,মসজিদের একাউন্টে কোন টাকা জমা নেই।পরে স্থানীয়রা আনতে পারেন, গোপনে ভুয়া কমিটি তৈরি করে জনতা ব্যাংক মহম্মদপুর শাখার কাউন্ট নাম্বার ০১০০০৮১৫৭২১৩০ থেকে আসামি চক্র অর্থ আত্মসাৎ করে।এ মামলায় -২ আসামি আটকে পুলিশ।
বাকি আসামীরা পলাতক রয়েছে।এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,এ ব্যাপারে ক্ষতি করার ভয় প্রদর্শন পূর্বক চাঁদাদাবি সহ অর্থ আত্মসাৎ করার অপরাধে মামলার ধারা ৩৮৫/৪১৭/৪২০
মহম্মদপুর থানায় মামলা হয়েছে।আসামি ২ জনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।