কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গেলে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় কালাম মৃধার কাছে পাওনা টাকা চাইতে গেলে মারধর করে মাথা ফাঁটিয়ে রক্তাক্ত ও জখম করেছে বলে অভিযোগ করেন আহত ইলিয়াছ মুন্সি (৩৮)। এসময় তার স্ত্রী সাহিদা বেগমও (৩০) আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। তবে, এ ঘটনায় অভিযুক্ত কালামের ছেলে শাহজালাল আহত হয়েছে বলে জানা যায়।
অভিযোগকারী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ইলিয়াছ উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি গরু ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। প্রতিবেশী অভিযুক্ত কালাম মৃধার কাছে তার ৫০ হাজার টাকা পাওনা ছিলো। ঘটনার দিন সন্ধ্যায় কালাম মৃধার কাছে ওই পাওনা টাকা চাইতে গেলে তিনি তা দিতে অস্বিকার করেন ও তাকে মারধর করে মাথা ফাঁটিয়ে রক্তাক্ত ও জখম করেন। আহত ইলিয়াছের স্ত্রী সাহিদা বেগম তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর ও জখম করেন। এসময় আহত ইলিয়াছের পকেটে থাকা ২ লক্ষ টাকা ও তার স্ত্রী’র গলা থেকে ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে তারা অভিযোগ করেন। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়।
তবে, টাকা পাওনার বিষয়টি মিথ্যে ও বানোয়াট বলে অভিযুক্ত কালাম মৃধা’র ছেলে শাহজালাল ও তার স্বজনরা জানান, তাদের বাড়ির পাশে অভিযোগকারী ইলিয়াছের জমি রয়েছে। কালাম মৃধার রাঁজহাসে ওই জমির ফসল নষ্ট করলে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে কালাম মৃধার ছেলে শাহজালালের ডান হাত ভেঙ্গে যায়। সে এখন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।