মো. ওমর ফারুক, কলাপাড়া : বাংলাদেশ বাউল সমিতি ও বাউল সংঘ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখা’র সকল সদস্যদের নিয়ে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদ-উল-আযহা’র ৩য় দিন শনিবার (১ জুলাই) সন্ধ্যায় সমিতির অফিস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া বাউল সমিতি’র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান চিশতী, বাউল সংঘের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা নূর হোসেন চিশতী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া বাউল সমিতি’র সভাপতি মাহবুবুর রহমান আজাদ। এসময় বাংলাদেশ বাউল সমিতি ও বাউল সংঘ কলাপাড়া উপজেলা শাখা’র অন্যান্য সদস্য ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউল সংঘ কলাপাড়া শাখা’র সাধারন সম্পাদক মো. শামীম বেপারী।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।