বিশ্বজিৎ সিংহ রায়,(মাগুরা): মাগুরা মহম্মদপুরে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” ত্যাগ চাই, মর্সিয়া- ক্রন্দন চাহি না” এ প্রতিপাদ্য নিয়ে শনিবার দুপুরে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে শেষ হয়। দ্যা জিনিয়াস ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ আলী আফজাল বিশিষ্ট কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানী,ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গ্রুপ – নির্বাহী সদস্য দ্যা জিনিয়াস ক্লাব প্যাসিফিক সীড এ্যাসোসিয়েশন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফুজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আশরাফুল এমফিল পিএইচডি অধ্যাপক গণিত বিভাগ খুলনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শফিকুল ইসলাম সহকারী অধ্যাপক নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোঃ শফিকুল ইসলাম ওয়ান ব্যাংক কর্মকর্তা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দ্যা জিনিয়াস ক্লাব এর সভাপতি মো. মিশর মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষ আবু তাহের বুয়েট, দ্যা জিনিয়াস ক্লাবের উদ্যোক্তা প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ, বেলাল হোসাইন আই এফ আইসি ব্যাংক অফিসার, গাজী শাহিদ কর্মকর্তা কৃষিবিদ গ্রুপ, এম তৌফিক কামাল অভি প্রমূখ। আলোচনা শেষে বালিদিয়া , রাজাপুর, নহাটা ও পলাশবাড়ীয়া , ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মাননা, গুনী কৃষকদের সংবর্ধনা প্রদান করা হয়। এবং ৪ ইউনিয়নের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা , হাতের লেখা, মেধা শক্তি যাচাই এর মাধ্যমে প্রথম, দ্বিতীয, তৃতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। দ্যা জিনিয়াস ক্লাব একটি সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান যা ২০১৮ সালে স্থাপিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শামীমা ইয়াসমিন শান্তা ও জায়েদুল হক।