মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুতায়িত হয়ে মো. আল আমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। (২৯ জুন)বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া খাদেমুল ইসলাম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মৃত আল আমিন মরিচবুনিয়া গ্রামের আঃ রশিদ হাওলাদারের ছেলে এবং এক সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল জানান, দুপুরে বৃষ্টির কারণে কোরবারিন গোসত অংশীদারের মধ্যে ভাগ করার উদ্দেশ্য মাদ্রাসার একটি কক্ষে তারা অবস্থান নেয়। কক্ষটি অন্ধকার থাকায় বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সংযোগ দিতে গেলে আল আমিন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যুতায়িত হয়ে আল আমিনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।