etcnews
ঢাকাThursday , 29 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সাকিব আল হাসান মাগুরায় নোমানী ময়দানে ঈদ-উল- আজাহা নামাজ আদায় করেছেন

etcnews
June 29, 2023 2:05 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, (মাগুরা): মাগুরায় ধর্মীয় মর্যাদা ও
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ- উল- আজহা উদযাপিত হয়। বৃহস্পতিবার সকাল ৮ টায় মাগুরার নোমানী ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল সহ বিভিন্ন এলাকার উপস্থিত ধর্মপ্রাণ
মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন ।
ঈদের প্রধান জামায়াতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।
নামাজ শেষে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, ক্রিকেটার সাকিব আল হাসান, জেলা প্রশাসক ও পৌর মেয়র।
এছাড়াও পিটিআই মসজিদ মাঠ, জজ কোর্ট মসজিদ, ভায়না পৌর গোরস্থান, কলেজপাড়া হাজী সাহেব হুজুরের দরগা শরিফ, নতুন বাজার জামে মসজিদ, মোল্যাপাড়া জামে মসজিদ, শিবরামপুর, আবালপুর, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ মাগুরা জেলার শ্রীপুর,শালিখা, মহম্মদপুর সহ মোট জেলায় ৪৬৪টি ঈদগাহে ঈদের জামায়েত অনুষ্ঠিত হয়েছে বলে জানাগেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।