বিশ্বজিৎ সিংহ রায়, (মাগুর): মাগুরায় একশত লিটার দেশীয় মদসহ দুজন মাদক ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের এস আই তৌফিক আনাম এর নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালীন সময়ে মঙ্গলবার রাতে। মাগুরার হাজী রোড শিক্ষা অফিস সংলগ্ন আজিজ ডোর হাউজ এর সামনে থেকে মাদক উদ্ধার অভিযানে একশত লিটার দেশীয় চোলাই মদসহ মোহাম্মদ নাজিম উদ্দিন(৬৫) পিতা মৃত মোহাম্মদ ইয়াসিন গ্রাম কেওয়া পাংশা জেলা রাজবাড়ী ও কমল কুমার সাহা (৪৫),পিতা- মৃত দুলাল সাহা, গ্রাম মধুখালী বাজার, জেলা ফরিদপুর। নামের দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।