বিশ্বজিৎ সিংহ রায় মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বিনোদপুর বাজারে এক ব্যাকারি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে । ২৬ জুন বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই ব্যাকারি ব্যবসায়ী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করছিলেন। এছাড়া তিনি দেশীয় অন্য একটি ব্যান্ডের প্যাকেটে নিজের পণ্য মোড়কজাত করে বিক্রয় করতেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানাগেছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।