কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালের মে মাসেও সামগ্রিক মূল্যায়নে পটুয়াখালী জেলা পুলিশের ৩ টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন কলাপাড়া থানা পুলিশ। মূল্যায়নের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা হিসেবে কলাপাড়া থানা, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে এসআই (নিঃ) মোঃ তাইয়েবুর রহমান ও শ্রেষ্ঠ এএসআই ক্যাটাগরিতে এএসআই (নিঃ) বিশ্বজিত কুন্ড এ পুরষ্কার লাভ করেন। রবিবার (২৫ জুন) বিকেলে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরষ্কার হিসেবে ক্রেষ্ট হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম। এসময় পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এরআগে গত এপ্রিল মাসে ৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরষ্কার লাভ করেন এ থানা পুলিশ।
ভালো কাজের প্রতিদান স্বরুপ পুরষ্কার হাতে পেয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, স্যারকে। আরো ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সহকর্মীদের, যাদের পেশাদারিত্ব ও আন্তরিকতায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যারের এ মূল্যায়ন কলাপাড়া থানা পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করবে, জনগণ পাবে তাদের কাঙ্খিত আইনি সেবা।