মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে নহাটা ইউনিয়নের সালধা গ্রামে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সালধা গ্রামে হরি মন্দির চত্বরে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার শালিখা সার্কেল মো. মোস্তাফিজুর রহমান। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তৈয়েবুর রহমান তুরাপ, নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মো. আলী মিয়া, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক জগন্নাথ সাহা, নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজের অধ্যক্ষ আনন্দ কুমার দে সহ বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিটন কুমার সরকার।