কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৭০ বছরের বৃদ্ধের হাতে সাদিয়া নামের ১২ বছরের এক মেয়ে ধর্ষনের শিকার হয়েছে। শনিবার (২৪ জুন) ধর্ষিতার পিতা মো. বেল্লাল হোসেন ৩ জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষনকারী রহমান খাঁন ও সহায়তাকারী সাহিদা পলাতক রয়েছে। তবে, অপর আসামী মহিজউদ্দিন খাঁনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ধর্ষিতা সাদিয়া ও তার পরিবারের নিকট থেকে জানা যায়, ঘটনারদিন সাদিয়া পাশের বাড়ির আঙ্গিনায় অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলা করছিলো। ওই বাড়ির সাহিদা নামের এক মহিলা সাদিয়াকে বৃদ্ধ রহমানের ঘরে ভাত রান্না করার জন্য পাঠায়। সাদিয়া ঘরে ঢোকার সাথে সাথে ধর্ষনকারী রহমান খাঁন ঘরের দরজা লাগিয়ে জোর পূর্বক তাকে ধর্ষন করে। ধর্ষক রহমান সাদিয়ার হাতে ও গলায় কামড় দেয়। তার ডাক চিৎকারে ধর্ষনকারীর ছেলে মহিজ উদ্দিনসহ অন্যান্যরা ছুটে আসে। পরে মহিজ উদ্দিন সাদিয়াকে খাট থেকে টেনে মাটিতে আছাঁড় দেয়। এতে সে আরো অসুস্থ ও ভীত হয়ে যায় বলে তার পরিবারের অভিযোগ।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস খাঁন বলেন, এবিষয়ে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে, থানা হেফাজতে মেয়েটির মেডিকেল চেকআপ চলছে বলেও তিনি সাংবাদিকদের জানান।