বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে কৃষকদের মাঝে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে,, উপজেলার বিভিন্ন এলাকার ৫শত জন কৃষককে ২ কেজি করে ধান বীজ দেওয়া হয়। ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২- ২০২৩- ২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সোবহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আব্দুল মতিন সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।