etcnews
ঢাকাSunday , 25 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটার ভাঙ্গন ঠেকাতে দ্রুত গতিতে সৈকত রক্ষার কাজ চলছে

etcnews
June 25, 2023 9:41 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সাগর কন্যা কুয়াকাটার ভাঙ্গন রোধ কল্পে দ্রুত গতিতে সৈকত রক্ষণাবেক্ষনের কাজ চলছে। সম্প্রতি সরকারি অর্থায়নে পানি উন্নয়ন কোর্ড এ কাজটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ১ কোটি ৯৭ লক্ষ টাকায় ন্যাচারাল কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। সাগরের জিরো পয়েন্ট থেকে পূর্বে নয়শো ও পশ্চিমে দুইশো মোট ১১’শ মিটার পর্যন্ত ২৩ হাজার জিও ব্যাগ ও টিউবের মাধ্যমে সাগর কূলে প্রটেকশন দেয়া হবে। বীচের পাড় ঘেষে জিও ব্যাগ দেয়াতে এবারের প্রটেকশন ব্যবস্থাটি দীর্ঘ মেয়াদি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে, আগামী জুন পর্যন্ত সময়সীমা থাকলেও জরুরি প্রয়োজনে দ্রæত এ কাজটি সম্পন্ন করছে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাচারাল কন্সট্রাকশন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, সাগরের অব্যাহত ঢেউয়ের ভাঙ্গন থেকে কুয়াকাটার বীচকে রক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। সাগর ক‚লে জিও ব্যাগ দিয়ে চার লাইনের প্রটেকশন দেয়ায় বীচ সুরক্ষিত থাকবে বলে তিনি আশা করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।