মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুুয়াখালী) প্রতিনিধি: পটুুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক
মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ।
এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য আজ ২৪ জুন শনিবার রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্টগার্ড এর সহোযোগিতায় অভিযান পরিচলনা করে সাগর মোহনায়, দারচিরা নদী ( তুলাতলি লঞ্চ ঘাট এলাকা) এবং আগুনমুখা নদী, (কোড়ালিয়া এলাকায় ) থেকে১৪টি বেহুন্দি জাল ও ৯ টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।জালের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন ও অফিস সহকারী মোঃ নেছার উদ্দিন এবং অত্র দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।