মোঃ নাসিম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঈদ-উল আযহা কে সামনে রেখে কোরবানির পশুর হাটগুলোতে অতিরিক্ত খাজনা (টোল) আদায়ের অভিযোগ উঠেছে। খাজনা আদায় চার্ট না থাকায় খেয়াল-খুশিমতো নেওয়া হচ্ছে খাজনা। ৫০০টাকার খাজনায় গরু ক্রেতা কে দিতে হচ্ছে ৮০০ টাকা,এতে বিড়ম্বনায় পড়েছে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা।সরেজমিন হাটগুলোতে গিয়ে দেখা যায়,উপজেলার সোনাইচন্ডী গরু হাট,মল্লিকপুর গরু হাট ও বাজারে রবিবারের গরুর হাটে ইজারাদাররা ইচ্ছেমতো ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে খাজনা আদায় করছে।সরকারের নির্ধারিত খাজনা আদায় তালিকা না থাকায় তাদের বেঁধে দেওয়া মূল্যে খাজনা দিতে বাধ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতারা। জানা গেছে, হাট কর্তৃপক্ষ বিক্রেতা/ক্রেতার কাছ থেকে ২০০-৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খাজনা আদায় করছেন। কিন্তু খাজনা আদায়ের রশিদে কোনো টাকার পরিমাণ উল্লেখ করছে না হাট কর্তৃপক্ষ।উপজেলা প্রশাসনের নজরদারির অভাবে অতিরিক্ত খাজনা আদায়ের লুটপাট চলছে বলে গরু ক্রেতাদের দাবি।
সরেজমিনে গিয়ে হাটগুলোতে জানা যায়,গতকাল বুধবার উপজেলার ঐতিহ্যবাহি সোনাইচন্ডী গরুর হাটে কোরবানির জন্য গরু ক্রয় করতে আসেন খেসবা গ্রামের অবঃ সেনা সদস্য সোহারাব আলী।তিনি ৯০হাজার টাকা দিয়ে একটি গাভী ক্রয় করেন।কিন্তু হাটের ইজারাদার তাঁর কাছে ৫০০টাকার খাজনার পরিবর্তে ৮০০টাকা আদায় করেন।তবে খাজনা আদায় ৮০০টাকা আদায় করা হলেও রশিদের ঘরে টাকার পরিমান উল্লেখ করেননি ইজারাদার।এভাবে কোরবানির হাটগুলোতে চলছে নীরব চাঁদাবাজি।গত শনিবার মল্লিকপুর গরুর হাটে গিয়ে দেখা যায়,ফুরশেদপুর গ্রামের আলাউদ্দিন একটি গরু ক্রয় করেন। একটি গরুর জন্য হাট ইজারাদার খাজনা নেন ৭০০টাকা।তবে টোল আদায়ের রশিদে তা উল্লেখ নেই।নাচোল পৌরসভা কর্তৃক গত রবিবার গরুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়,নাসিরাবাদ এলাকার আলমাস নামের এক গরু ক্রেতা ৯০ হাজার টাকায় একটি কোরবানির গরুর ক্রয় করেন।তাঁর কাছে থেকে খাজনা বাবদ ইজারাদার আদায় করেন ৭০০টাকা ।তবে ইজারাদার খাজনা আদায়ের রশিদে খাজনার পরিমান উল্লেখ না করেই গরুর ছাড়পত্র আলমাসের হাতে ধরিয়ে দেন। এভাবেই নাচোল উপজেলার প্রতিটা কোরবানির পশু হাটে উপজেলা প্রশাসনের নীরব ভূমিকায় গরু ক্রয় করতে গিয়ে অতিরিক্ত খাজনা দিতে হচ্ছে গরু ক্রেতাকে।প্রতিটি হাটে ঈদের আগ পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি জানিযেছেন স্থানিয়রা।
এবিষয়ে সোনাইচন্ডী গরু হাটের ইজারাদার মামুন হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,হাটের মূল্যবৃদ্ধি হওয়ায় একটু খাজনা বেশি নেওয়া হচ্ছে।তবে তিনি টোল আদায়ের রশিদে কেন টাকার পরিমান উল্লেখ করছেন না এমন প্রশ্নের জবাবে তিনি প্রতিবেদক কে রিপোর্ট না করার জন্য অনুরোধ করেন।
এবিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,সরকার নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত খাজনা আদায় করলে পশুহাটের ইজারাদারগণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি প্রতি হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।