etcnews
ঢাকাWednesday , 21 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

etcnews
June 21, 2023 3:33 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জগন্নাথ আখড়া মন্দীরে ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(২০ জুন) বিকেল ৪ টায় কলাপাড়া পৌরশহরের শ্রী শ্রী জগন্নাথ আখড়া মন্দীর কমিটির আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে রথযাত্রার মুল আনুষ্ঠানিকতা শুরুহয়। এরপর জগন্নাথ মন্দীর থেকে জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথটেনে চিংগরিয়া রাধাগোবিন্দ মন্দীরে নিয়ে যাওয়া হয়। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী কয়েকশত ভক্তবৃন্দ অংশ নিয়েছে।এসময় বাদ্যের তালে তালে ভক্তরা জয় জগন্নাথ,জয় জগন্নাথ ধ্বনিতে রথখানা ধীরে- ধীরে এগিয়ে নিয়ে যায়। ৯ দিন পর আগামী ২৮ জুন বুধবার ১২টায় উল্টোরথের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তবে রথ যাত্রাকে ঘিরে আজ থেকে ৯ দিন ব্যাপী জগন্নাথ মন্দীরে শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করাহয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭: ৩০ মি: থেকে পাঠ শুরুহবে। এছড়াও রথযাত্রা উপলক্ষে মন্দীর আঙ্গিনায় মেলাবসেছে। মেলায় নানা ধরনের দোকানপাট খুলে বসেছে দোকানীরা। তাই ভাগবতপাঠ ও মেলায় সকলকে আসার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।