মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে রেজাউল করিম রাসেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন)বিকেলে কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুনাতন বাজার বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কালিয়াকৈর বাজারে ভিবিন্ন পয়েন্ট গুড়ে বাস টার্মিনালে মিছিলটি শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি তোফাজ্জল হোসেন রানা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মফিজ উদ্দিন,সহ-সভাপতি বজগোপাল সাহা, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গাজীপুর জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈমুর রহমান নাবিলসহ নেতা-কর্মীরা।