etcnews
ঢাকাTuesday , 20 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালুখালীতে স্বাস্থ্য কর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি

etcnews
June 20, 2023 5:39 am
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার এক স্বাস্থ্য কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আজমল ও তার সহযোগীদের বিরুদ্ধে। মারধরের শিকার মোঃ মিঠুন মোল্লা (৩৩), তিনি রতনদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তফাদিয়া গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। মিঠুন মোল্লা আহত অবস্থায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত মিঠুন মোল্লা পরিবার পরিকল্পনা পরিদর্শক রতনদিয়া ইউনিয়নে দায়িত্বরত রয়েছে।

এঘটনায় মিঠুন মোল্লার বড় ভাই মোঃ জুয়েল মোল্লা বাদী হয়ে তার ভাইয়ের উপর হামলার ঘটনায় কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মিঠুন মোল্লা (১৯ জুন) বেলা দেড়টার দিকে তার ডিউটি শেষ করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে মেইন ফটকের সামনে রাস্তার উপর পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানরত আজমল, সাগর, মনির সহ বেশ কয়েকজন তার মটরসাইকেল থামিয়ে কিল ঘুষি মারতে শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা এসে মিঠুনকে রক্ষা করে। পরে হামলাকারীরা পালিয়ে গেলে মিঠুন মোল্লা আহত অবস্থায় চিকিৎসার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এবিষয়ে অভিযুক্ত আজমল বলেন, কয়েকদিন আগে কালুখালী বাজারে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে মিঠুন আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমি ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেছি।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ বিশ্বাস বলেন, তিনি অফিসিয়াল অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ঘটনার বিষয়টি এখনো তিনি জানেন না। তবে থানায় অভিযোগ হয়ে থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।