etcnews
ঢাকাTuesday , 18 March 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ

বুকের ভাষায় বাংলাদেশকে ভালোবাসতে হবে: জামায়াত আমির

etcnews
March 18, 2025 12:19 am
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতিতে তিনটা মৌলিক জায়গাতে পরিবর্তন না আসা পর্যন্ত জাতি মজবুত হয়ে দাঁড়াতে পারবে না। তিনটি উপাদান হলো- ভিশন, নৈতিকতা ও জবাবদিহিতা। তিনি বলেন, বাংলাদেশকে মুখে নয় বুকের ভাষায় ভালোবাসতে হবে। তিনি যুবকদের ঠাণ্ডা মাথায় রাজনীতির ময়দানে টিকে থাকারও আহ্বান জানান।

সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও সমাজের স্বার্থকে সবার ঊর্ধ্বে রেখে কিছু বিষয়ে আমাদের একমত হতে হবে। কিছু মতবিরোধ থাকবেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তিনি বলেন, ডেমোক্রেসিতে একটা কথা আছে আসো একমত হই দ্বিমত পোষণ করার জন্য। মতের পার্থক্য হোক, কিন্তু মতবিরোধ না হোক

কিন্তু দু:খের বিষয় আমরা পার্থক্যে থাকি না। বিরোধে জড়িয়ে যাই। যার কারণে এতো বড় পরিবর্তনের পর শ্বাস ফেলতে পারছি, এটার শুকরিয়া আদায় স্বরূপ যেভাবে রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে ঐক্যের ও দেশ গড়ার পরিবেশ চিন্তার আদান প্রদান হওয়ার কথা ছিল, আমরা এটা মেইনটেন করতে পারছি না।

জামায়াতের আমির বলেন, আমাদের যুবদের প্রত্যাশা আমাদের কাছে অনেক ছিল। তারা তো আমাদের প্রত্যাশার বাইরে অপ্রত্যাশিতভাবে বিশাল এক কাজ করে দিয়েছে। এখন তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের। তাদের হতাশ করা ঠিক হবে না।

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, রাজনীতির কাজটা বড় জটিল। তোমাদের এখানে মাথা ঠিক রেখে চলতে হবে। হাজার লোভ লালসা, তোমাদের সামনে বহু ধরনের আতঙ্ক আসবে। এই জায়গায় যারা স্থির থাকতে পারবে, তারা ভাল কিছু করতে পারবে। আর এখানে যারা হেরে যাবে, তারা নিজে হেরে যাবে এবং জাতিকে হারিয়ে দিবে। আমরা দোয়া করি যুবকরা যেন কোনোভাবেই পথ হারা না হয়।

ডা. শফিকুর রহমান বলেন বাংলাদেশ ভাল থাকলে আমরা ভাল থাকবো। আসুন আমরা মুখের কথায় নয় বুকের ভাষায় বাংলাদেশকে ভালোবাসি। যদি রিয়েল ভালবাসা বাংলাদেশকে দিতে পারি তাহলে অবশ্যই দেশ তার সঠিক পথ ফিরে পাবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।