etcnews
ঢাকাMonday , 17 March 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ

প্রবাসীদের ভোটে আনতে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে ইসি

etcnews
March 17, 2025 7:24 am
Link Copied!

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটে আনতে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। 

সোমবার (১৭ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. সানাউল্লা। 

এর আগে বেলা ১১টায় ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) বৈঠক করে। যেখানে আমন্ত্রিত ১৯ দেশের মিশন প্রধানদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ১২ দেশের প্রতিনিধি।  

বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 

এর আগে ১৯ দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।

দেশগুলো হলো- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।