কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা’র (কেএসডব্লিওএডি) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন আ্যলামনাই অডিটোরিয়ামে পবিত্র রমজান উপলক্ষে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে ঢাকায় অবস্থানরত কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ছাত্র ও বিশিষ্টজন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনের মধ্যে মেজর জেনারেল (অবঃ) আ ম সা আমিন,জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম, স্পেশাল প্রসিকিউটর (এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল) ও গণঅধিকার পরিষদ এর উচ্চতর পরিষদের সদস্য এড. এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী, কেএসডব্লিউএডির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. গোলাম কিবরিয়া, সহজেই জমি সমস্যার সমাধানে আমার ভূমি ডট কম নামক অ্যাপসের আবিস্কারক ও সাব রেজিস্ট্রার জনাব শাহজাহান আলী পিএএ, এডভোকেট আজিজুর রহমান দুলু,জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক ড. আতিক মুজাহিদ, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্রনেতা মোহাম্মদ শামীম আকতার শুভ, কেএসডব্লিউএডি’র সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আল-আমিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।