সোলেমান আহমেদ মানিক: গণমাধ্যমকর্মী বা সাংবাদিকতা একটি মহান পেশা, যা দিক দর্শন করে সর্বস্তরের জনগন। নিজেদের বিবেককে জাগ্রত করে সকল অপরাধীদের মুখোশ উন্মোচন করাই একজন সাংবাদিকের কাজ।
সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিই পারে জবাবদিহিতামূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে ইতোপূর্বে পেশাগত দায়িত্বপালনকালে নিহত সকল সাংবাদিক হত্যাকারীদেরও অনুরূপভাবে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক।
রোববার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব আয়োজিত শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা অভিন্ন কণ্ঠে এই আশাবাদ ব্যক্ত করেন।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে দুর্বৃত্তদের হামলায় বৃহস্পতিবার (১৫ জুন) নিহত হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম নিহত হওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে দূর্যোগপূর্ণ ও বৃষ্টিময় বৈরী আবহাওয়ার মধ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সংবাদকর্মীসহ শ্রীমঙ্গলে কর্তব্যরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।