কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে রাতের আঁধারে আনিস এন্টার প্রাইজ বিকাশ ও মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে । আজ রাতে উপজেলার চান্দ্রা বাসষ্টান্ড সোহাগ পল্লী রাস্তা মোড় বিকাশ ও মুদি দোকানে ২ লক্ষ টাকার বিভিন্ন কোম্পানির সিগারেট, মিনিট কার্ড,এমবি কার্ড চুরি সংঘটিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়,বিকাশ ও মুদি ব্যবসা করে আসছে। শনিবার রাতে তালা দিয়ে বাসায় চলে যাই সাকালে ৭ টার দিকে দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দোকানে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পাই, উওর পাশের সেনেটারি দোকানে টিনের বেড়া কেটে পিছনে টিনের বেড়ার কাটে দোকানে প্রবেশ করে।
জানা যায়, চোরেরা টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে। এসময় চোরেরা ক্যাশ বাক্সে তালা ভেঙে রক্ষিত নগদ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, মোবাইল কার্ড, এমবি কার্ড চুরি করে নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় রাতে অজ্ঞাতনামা একজন পুরুষ আমার দোকানের টিনের বেড়া কাটিয়া ভিতরে প্রবেশ করিয়া টাকা সিগারেট মোবাইল কার্ড চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বাদশা মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার (উপ-পরিদর্শক) জুয়েল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।